MOUHAMMAD ABDUR RASHID
Principal
অধ্যক্ষের বাণী
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
শিক্ষা মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ। শিক্ষা কেবল বইয়ের জ্ঞান অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পথ প্রদর্শন করে। তোমরা আমাদের ভবিষ্যৎ, জাতির চালিকাশক্তি।
আমি আশা করি তোমরা নিয়মিত অধ্যয়ন করবে, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং সহপাঠীদের সাথে সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করবে। তোমাদের প্রত্যেকটি পদক্ষেপ শুধু নিজের নয়, বরং পরিবার, সমাজ ও দেশের জন্যও কল্যাণ বয়ে আনবে।
জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, মানবতা, দেশপ্রেম ও নৈতিকতার চর্চা তোমাদের জীবনের মূল চালিকা শক্তি হোক। মনে রেখো, শিক্ষিত মানুষ শুধু ডিগ্রিধারী নয়; প্রকৃত শিক্ষিত সেই ব্যক্তি, যে নিজের জ্ঞানকে সমাজ ও দেশের কল্যাণে ব্যবহার করতে পারে।
আসুন, আমরা সবাই মিলে একটি আলোকিত, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি।
শুভকামনায়,
অধ্যক্ষ
নর্দান বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউট