কম্পিউটার আজ প্রায় প্রতিটি অফিস, প্রতিষ্ঠান ও বাসায় ব্যবহৃত হয়।
IT Support, Hardware Technician, Service Engineer ইত্যাদি চাকরির চাহিদা সবসময় থাকে।
অনলাইন প্ল্যাটফর্মে রিমোট টেক সাপোর্ট দিয়ে আয় করা যায়।
চাইলে নিজেই একটি কম্পিউটার সার্ভিসিং দোকান/বিজনেস শুরু করা যায়।
নিজের বা অফিসের কম্পিউটার নষ্ট হলে বাইরে না পাঠিয়ে নিজেই ঠিক করা সম্ভব। এতে খরচ ও সময় দুটোই বাঁচে।
হার্ডওয়্যার, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং – এসব বিষয়ে গভীর জ্ঞান হয়।
এর ফলে প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাস বাড়ে।
ভবিষ্যতে কম্পিউটার, ল্যাপটপ, সার্ভার – এগুলোর ব্যবহার আরও বাড়বে।
এই দক্ষতা থাকলে দীর্ঘমেয়াদে টিকে থাকার মতো পেশাগত সুযোগ পাওয়া যায়।
Desktop ও Laptop খুলে ফেলা ও জোড়া লাগানো
Hardware সমস্যা সমাধান (RAM, HDD, Motherboard, Power Supply)
Software সমস্যা সমাধান (OS Install, Driver Install, Virus Remove)
Printer, Scanner ও অন্যান্য ডিভাইস সার্ভিসিং
Basic Networking ও Internet সেটআপ
✔️ চাকরি পাওয়া সহজ
✔️ ফ্রিল্যান্সিং/ব্যবসার সুযোগ
✔️ নিজের খরচ বাঁচানো
✔️ প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞ হওয়া