বিজ্ঞাপন সংস্থা, টিভি চ্যানেল, ফিল্ম ইন্ডাস্ট্রি, ইউটিউব প্রোডাকশন হাউজ – সব জায়গায় Motion Graphics Artist প্রয়োজন।
চাকরি হিসেবে Video Editor, Animator, Motion Designer, VFX Artist হওয়া যায়।
Fiverr, Upwork, Freelancer-এ Logo Animation, Social Media Ads, Explainer Video, Intro/Outro Video এর প্রচুর কাজ পাওয়া যায়।
ভিডিও কনটেন্ট বর্তমানে সব প্ল্যাটফর্মেই সবচেয়ে বেশি ডিমান্ডে।
Digital Marketing-এ Motion Graphics ব্যবহার করলে বিজ্ঞাপন অনেক বেশি আকর্ষণীয় হয়।
Facebook, Instagram, YouTube বিজ্ঞাপনের জন্য ছোট ছোট অ্যানিমেটেড ভিডিও তৈরি করা হয়।
Motion Graphics শিখে নিজের আইডিয়াকে ভিডিও আকারে ফুটিয়ে তোলা যায়।
এতে শিল্পকলা (Design) + প্রযুক্তি (Animation) – দুটোর সমন্বয় থাকে।
YouTube, TikTok, Facebook-এ নিজস্ব ভিডিও কনটেন্ট তৈরি করা যায়।
ব্যবসার জন্য পণ্য বা সেবার ভিডিও বিজ্ঞাপন নিজেই বানানো সম্ভব।
ভিডিও কনটেন্টের ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে।
তাই Motion Graphics হলো দীর্ঘমেয়াদে টিকে থাকার মতো স্কিল।
✔️ Logo Animation, Intro/Outro Design
✔️ Explainer & Infographic Video
✔️ Social Media Ads Design
✔️ Product Promo Video
✔️ VFX ও Title Animation
✔️ Freelancing বা চাকরির মাধ্যমে আয়