প্রায় সব কোম্পানিরই লোগো, ব্যানার, পোস্টার, ব্রোশিউর, প্রেজেন্টেশন ইত্যাদি লাগে।
তাই Graphic Designer হিসেবে অফিসে চাকরির সুযোগ অনেক বেশি।
Fiverr, Upwork, Freelancer–এ Graphics Design অন্যতম জনপ্রিয় স্কিল।
Logo Design, Social Media Post Design, Business Card, Flyer, UI/UX ডিজাইনের বিশাল কাজের চাহিদা আছে।
ব্যবসার ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে গ্রাফিক্স দরকার হয়।
Facebook/Instagram বিজ্ঞাপন, প্যাকেজিং ডিজাইন, ওয়েবসাইট ব্যানার – সবক্ষেত্রেই গ্রাফিক্স লাগে।
এটি একটি ক্রিয়েটিভ কাজ, যেখানে নিজের আইডিয়া ব্যবহার করা যায়।
ক্যারিয়ার হিসেবে Creative Director, UI/UX Designer, Branding Specialist হওয়ার সুযোগ থাকে।
শিক্ষার্থী হলে প্রজেক্ট, প্রেজেন্টেশন সুন্দরভাবে সাজাতে পারবেন।
উদ্যোক্তা হলে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপন, পোস্টার, প্রমোশনাল ম্যাটেরিয়াল নিজেই তৈরি করতে পারবেন।
বর্তমানে সবকিছু অনলাইনে প্রচার হচ্ছে।
যারা Graphics Design জানে না, তারা অনলাইনে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে।
✔️ Logo, Banner, Poster, Visiting Card, Flyer ডিজাইন
✔️ Social Media Marketing Design
✔️ Product Packaging Design
✔️ UI/UX (App & Website) Design
✔️ Freelancing করে আয়
✔️ চাকরি বা ব্যবসার কাজে ব্যবহার