০১। ছাত্র/ছাত্রীগনের কোন প্রাইভেট পড়তে হবে না।
০২। সরকারি পলিটেকনিক ইন্স্টিটিউট এর অবসরপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলি ও দক্ষ উপদেষ্টা পরিষদ কতৃক পরিচালিত।
০৩। অত্যন্ত কম খরচ ও মান সন্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হয়।
০৪। কম খরচে ছাত্র/ছাত্রীদের আলাদা হোস্টেল ব্যবস্থা।
০৫। Wi-Fi সুবিধা।
০৬। স্কাউটিং এর মাধ্যমে ছাত্র/ছাত্রীদেও মেধাবিকাশ, নৈতিকতা শিক্ষা ও দেশপ্রেমে উদ্ভুত করন।
০৭। ছাত্র/ছাত্রীদের সরকারি / বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে ইন্ড্রাষ্ট্রিয়াল ট্যুর এর ব্যবস্থাকরণ।
০৮। বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজনের ব্যবস্থা করা হয়।
০৯। অনলাইন ভিত্তিক অটোমোশন সিস্টেম সফ্টরয়ারের মাধ্যমে তাৎক্ষনিক প্রবেশপত্র, নম্বরপত্র, প্রসংশাপত্র প্রদান করা হয়।
১০। ওয়েভসাইটের মাধ্যমে জরুরি নোটিশ, ক্লাশ রুটিন, পরীক্ষার রুটিন, লেকচার সীট, ও ফলাফল জানার ব্যবস্থা করা হয়।
১১। অভিভাবকগনণর সাথে সার্বক্ষনিক যোগাযোগের মাধ্যমে শিক্ষার অগ্রগতি সম্পর্কে অবহিত করা।
১২। ধুমপান ও রাজনীতি মুক্ত পরিবেশ।
🎓 বৃত্তি ও অন্যান্য সুবিধা সমূহঃ
🔶 জি পি এ ৫.০০ প্রাপ্ত ছাত্র/ছাত্রীগন সম্পূর্ন বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।
🔶মুক্তিযোদ্বার সন্তান/পোষ্য/দৌহিত্র গন প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
🔶উপজাতী ও ক্ষুদ্র নৃ গোষ্টি গন প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
🔶সহোদর ভাই/বোন প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
🔶প্রতিবন্ধি/অটিস্টিক/ এতিম ছাত্র/ছাত্রীগন সম্পূর্ন বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবেন।
🔶মেয়েদের জন্য প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
🔶শিক্ষক/শিক্ষীকাগণের ছেলে/মেয়ে গন প্রত্যেক সেমিষ্টারে ৫০% টিউশন ফি ছাড়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
কর্ম ছাড়া মুক্তি নাই, কারিগরি শিক্ষার বিকল্প নাই।